Wednesday, May 15, 2024

হারানো ১শ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন পুলিশ সুপার

রাজবাড়ী জার্নাল:

রাজবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের দামী ১শ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রাহকেরা।

১৪ই ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমাদের পুলিশের কাজের একটি অংশ মানুষের হারিয়ে যাওয়া মোবাইলফোন গুলো ফিরিয়ে দেওয়া। আমাদের পুলিশের একটি টিম এ বিষয়টি নিয়ে কাজ করেন। যাদের মোবাইল ফোন হারিয়ে যায়,তারা যদি স্থানীয় থানায় জিডি করেন তাহলে আমাদের পুলিশের সেই সাইবার টিম জিডি যাচাই বাছাই করে প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে হারানো মোবাইল ফোন গুলো উদ্ধার করতে সক্ষম হয়। এর আগেও অনেকের হারানো মোবাইল ফিরিয়ে দিয়েছে। আজকে ১শ টি মোবাইল প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছি। পুলিশের অনেক কাজের মধ্যে হারানো মোবাইল উদ্ধার পুলিশের একটি কাজ। একাজে আমরা এজন্যই গুরুত্ব দেই কারন, দীর্ঘদিনের হারিয়ে যাওয়া মোবাইলফোন টি ফিরে পেলে মানুষের মুখে হাসি ফুটে। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার (ক্রাইম) , ইফতেখারুজ্জামান (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমান কুমার সাহা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here