Monday, December 23, 2024

৩০০ হাত লম্বা পতাকা উড়াল ব্রাজিল সমর্থকেরা

উজ্জল হোসেন, পাংশা: কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে এখনও প্রায় আট দিন বাকি। তবে থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তরা করছেন নানান রকম অবাক কাণ্ড। এরই ধারাবাহিকতায় ৩০০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছেন পাংশার বাহাদুরপুরের ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা।

শনিবার (১২ নভেম্বর) সকালে পাংশা উপজেলার বাহাদুরপুরের স্থানীয় বাজার সংলগ্ন সড়কে এই পতাকা উড়িয়েছে স্থানীয় যুবকেরা। এ সময় তাদেরকে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

এ বিষয়ে স্থানীয় ব্রাজিল ভক্ত-সমর্থক বায়দুল, আনারুল, জিহান, হাফিজ, পিয়াস, সাগর, কবিরুল , আকাশ, আশিক, রামিম, শুভ্র, তাজুল, হাফিজ, আল-আমিন, কাওসার, রাফি মোল্লা, রকি মোল্লাসহ স্থানীয় একাধিক ব্রাজিল ভক্ত-সমর্থকেরা ৩০০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন।

এ ব্যাপারে ব্রাজিলের সমর্থক বায়দুল বলেন, সামনে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে এ পতাকা। বিল্লাল শেখ বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলের ভক্ত। তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন তারা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here