Wednesday, January 22, 2025

৯নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আহম্মদ আলী মাষ্টারকে সংবর্ধণা

আপনারা ভোট দিয়েছেন তাই আমি আজ আপনাদের চেয়ারম‍্যান। আপনাদের সুখ, দূঃখ, আনন্দ, বেদনা, হাঁসি, কান্নার সঙ্গে থেকে সব কিছু ভাগাভাগি করে নিতে চাই। সর্বোপরি সকলকে সাথে নিয়ে ১নং ইসলামপুর ইউনিয়নটিকে মডেল করে গড়ে তুলতে চাই। আপনারা আমার কাজে সহযোগীতা করবেন। সোমবার বিকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৯নং ওয়ার্ডবাসীদের আয়োজিত নবনির্বাচিত চেয়ারম‍্যান আহম্মদ আলী মাস্টারের গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব‍্যে এসকল কথা বলেন।
সম্প্রতি ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিপুল ভোটের ব‍্যাবধানে চেয়ারম‍্যান নির্বাচিত হওয়ার পর ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাকে সংবর্ধণা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তারই প্রকাশ ঘটে ১৩ ডিসেম্বর সোমবার বিকালে।
সংবর্ধিত নবনির্বাচিত চেয়ারম‍্যান আহম্মদ আলী মাস্টার বলেন, এই জয় আমার নয়, এটা আপনাদের জয়। আপনারা পাশে থেকে নির্বাচিত করেছেন তাই আমি চেয়ারম‍্যান। আপনাদেরকে সাথে নিয়েই হবে আমার আগামীর পথ চলা। আপনারা আমাকে সহযোগীতা করলেই শুধু এই ইসলামপুর ইউনিয়নকে সুনদর পরিপাটি করে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারবো। ইউনিয়ন বাসী সবাই আমার আগামী দিনের পথ চলার পাথেয়। আজ আপনারা আমাকে যে সম্মান দিলেন তা আমাকে কাজের গতি বাড়িয়ে দিবে। আমি উন্নয়নে বিশ্বাসী। আমি চাইবো স্থাণীয় সরকারের যা উন্নয়ন করার ক্ষমতা থাকে তার পরিপুর্ণটা দিয়ে ইউনিয়নবাসীর সেবা করতে। আপনাদের জন‍্য আমার দোয়ার সার্বোক্ষণিক খোলা থাকবে। যখন ইচ্ছা আমাকে স্মরন করবেন আমি সাড়া দিব ইনশাল্লাহ্।
কাজী শাহিনুল হক প্রিন্স এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বাসীর পক্ষ‍্যে ফুলের তোড়া দিয়ে সংবর্ধণা জ্ঞাপন করেন সোনার বাংলা সমাজ কল‍্যান ও ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সমাজকর্মী এস, এম হেলাল খন্দকার।
বক্তব‍্য রাখেন, মতিন শেখ, মোঃ ইদ্রিস আলী, আবু রাসেদ আনছারী, লিখন শেখ, শ্রী অসীম কুমার সিকদার, মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।
পরিশেষে ফরিদপুর থেকে আসা বিকাশ শীল্পগোষ্ঠী ও কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীগণ সংগীত পরিবেশন করে

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here