Friday, January 3, 2025

মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৫ ডাকাত গ্রেফতার

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: ঢাকা খুলনা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টাকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহপ্রতিবার ৮ জুন দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার।
গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলা শিবচর থানার খাসির হাট কাজী কান্দি গ্রামের লালমিয়ার ছেলে মোহাম্মদ আলী(৩১) নরসিংদী জেলার নরসিংদী সদর থানার শেখেরচর গ্রামের জহুর সরদারের ছেলে মান্নান সরদার(৫২)
নরসিংদী জেলা মাধবদী থানার খোদ্দন পাড়ার কামাল হোসেনের ছেলে শাত্তন হোসেন(২১) গ্জীপুর জেলা কাপাসিয়া থানার খিরআডি গ্রামের হাবিব মিয়ার ছেলে হেলাল মিয়া (৩২) নরসিংদী জেলার মাধবদী থানার টটা পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রিয়াজ হোসেন(২৫)।

সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, দৌলতদিয়া এলাকায় বাংলাদেশ হ্যাচারিজ এর সামনে ঢাকা খুলনা মহাসড়কে গভীর রাতে ডিবি পরিচয়ে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা কালে পাঁচজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করা হয়েছ।এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ডিবি লেখা দুটি কটি দুটি লোহার বড় তিনটি স্বচটেপ দুটি সাদ্ ও একটি প্লাস্টিকের তৈরী সাদা রংয়ের টাইক্লিপ যা দ্বারা বাধা, লেজার লাইট প্লাস্টিকের পাইপ ও দেশী অস্ত্রসহ সাদা রংয়ের একটি প্রাইভেটকার যার রেজিনং ঢাকা মেট্রো ক০৩-৭০১২।আটককৃতদের বৃহ:প্রতিবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here