Saturday, December 14, 2024

বালিয়াকান্দিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

ফারুখ,বালিয়াকান্দি :  রাজবাড়ী বালিয়াকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

(৫ আগস্ট) শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুল হাসান, থানা অফিসার ইনর্চাজ মোঃ আাসদুজ্জামান, মেডিকেল অফিসার ডা. সজোল সোম, প্রমুখ। সভায় বক্তারা শেখ কামালের জীবনীর ওপর আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,সুধীজন,ছাত্র ছাত্রীরা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here