Monday, January 27, 2025

রাজবাড়ীতে ‘প্রত্যাশা থিয়েটার’ নামে নতুন নাট্য দলের সূচনা 

  • নিজস্ব প্রতিবেদকঃ শিল্পের ছোঁয়ায়-জাগুক সমাজ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে “প্রত্যাশা থিয়েটার”নামে নতুন নাট্য সংগঠন এর সুচনা হয়েছে।

১লা ফেব্রুয়ারি(মঙ্গলবার)রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন নাট্য দল “প্রত্যাশা থিয়েটার” এর আত্ন প্রকাশ ঘটে।

রাজবাড়ী শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল শিল্পকলায় আলোচনা অনুষ্ঠানে “প্রত্যাশা থিয়েটার”নামে নতুন নাট্য দলের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী কলেজ থিয়েটার এর প্রতিষ্ঠাতা ,কবি  সালাম তাসির স্বদেশ নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আলী রেজা, “প্রত্যাশা থিয়েটার এর সভাপতি গোলাম মোর্তুজা সাগর ,সাধারণ সম্পাদক শিহাব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। নাটক সমাজ কে আলোর মুখ দেখায়। ভাষার মাসের প্রথম দিনে “প্রত্যাশা থিয়েটার’ নামে এ নাট্য দলের সাফল্য কামনা করেন,যেন সমাজ পরিবর্তনে তারা ভূমিকা রাখেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here