Sunday, May 19, 2024

আফগানিদের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের

  • ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান পেল বাংলাদেশ।
    আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৬ রান করে স্বাগতিক বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৯। ২০১৬ সালে দ্বিপাক্ষীক সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭৯ রান করেছিলো বাংলাদেশ। তামিম ১১৮ বলে ১১৮ রান করেছিলেন।
আজ ওপেনার লিটন দাসের ১৩৬ ও মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের ৮৬ রানের সুবাদে ৩০৬ রান করে বাংলাদেশ।

সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে ১৬তম স্থানে এই ৩০৬ রান। আর ২১তমবারের মত ওয়ানডেতে ৩শ রান করলো বাংলাদেশ।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ সালে ইংল্যান্ডের নটিংহামে ওয়ানডে বিশ^কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ স্কোর করেছিলো বাংলাদেশ। ম্যাচে অপরাজিত ১০২ রান করেছিলেন মুশফিক।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here