রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোজাম্মেল হক, এসআই মিঠু ফকির, এএসআই মফিজুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার বেলা সারে তিনটার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ভাগলপুর সাকিনের জনৈক জলিল শেখ এর বসত ঘর থেকে আসামী ১। মোঃ জলিল শেখ, পিতা-মৃত শুকুর আলী শেখ, ২) মোঃ মিঠু শেখ(২৫) পিতা-মোঃ জলিল শেখ, উভয় সাং-ভাগলপুর, থানা-গোয়ালন্দঘাট ও জেলা-রাজবাড়ীদ্বয়কে নেশা জাতীয় মাদকদ্রব্য মোট ০১(এক কেজি) গাঁজা সহ গ্ৰেফতার করা হয়েছে।