প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীর একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদানের অংশ হিসেবে শনিবার রাজবাড়ী জেলায় ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কোভিড ১৯ এর মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিনা মূল্যে করোনা ভ্যাকসিন প্রদান শুরু করেন। দীর্ঘদিন যাবৎ চলে আসা এই কার্যক্রমকে পূর্ণাঙ্গ রূপ দিতে গতকাল ২৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টা থেকে প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। চলে বিকাল পর্যন্ত। টিকা গ্রহন করতে জেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন টিকা কেন্দ্রে মানুষের ভিড় ছিলো চোখে পরার মত ।
রাজবাড়ী সিভিল সার্জন ডা.ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ী জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় একদিনে জেলার সাতাত্তর হাজার একশ সাতাত্তর ( ৭৭,১৭৭) জনকে কোভিড-১৯ টিকার ১ম ডোজ প্রদান করা হয়। এ পর্যন্ত জেলার ১ম ডোজ প্রাপ্ত জনসংখ্যা আট লক্ষ চুয়াত্তর হাজার তিন’শ একচল্লিশ ( ০৮,৭৪,৩৪১) জন।