Monday, May 6, 2024

রাজবাড়ীতে একদিনে ৭৭ হাজার একশ সাতাত্তর পেলেন করোনা টিকা

প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড ভ‍্যাকসিন প্রদান কর্মসূচীর একদিনে এক কোটি ভ‍্যাকসিন প্রদানের অংশ হিসেবে শনিবার রাজবাড়ী জেলায় ভ‍্যাকসিন প্রদান ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কোভিড ১৯ এর মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিনা মূল‍্যে করোনা ভ‍্যাকসিন প্রদান শুরু করেন। দীর্ঘদিন যাবৎ চলে আসা এই কার্যক্রমকে পূর্ণাঙ্গ রূপ দিতে গতকাল ২৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টা থেকে প্রথম ডোজের ভ‍্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। চলে বিকাল পর্যন্ত। টিকা গ্রহন করতে জেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন টিকা কেন্দ্রে মানুষের ভিড় ছিলো চোখে পরার মত ।

রাজবাড়ী সিভিল সার্জন ডা.ইব্রাহিম টিটন জানান,  রাজবাড়ী জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় একদিনে জেলার সাতাত্তর হাজার একশ সাতাত্তর ( ৭৭,১৭৭) জনকে কোভিড-১৯ টিকার ১ম ডোজ প্রদান করা হয়। এ পর্যন্ত জেলার ১ম ডোজ প্রাপ্ত জনসংখ্যা আট লক্ষ চুয়াত্তর হাজার তিন’শ একচল্লিশ ( ০৮,৭৪,৩৪১) জন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here