Tuesday, January 21, 2025

৮কেজি গাঁজা উদ্ধার,পলাতক দুইভাই

বুধবার (২মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘন্টাব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউপির সোহরাব মন্ডল পাড়াস্থ মালয়েশিয়া প্রবাসী মোঃ তমছের শেখ এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ দুলাল শেখ (৪২) এর ভাড়াকৃত উত্তর দুয়ারী টিনের চৌ চালা দুই কক্ষ বিশিষ্ট বসতঘরের পূর্ব পাশের কক্ষ থেকে একটি প্লাস্টিক বস্তার ভেতর কষ্টেপ দিয়ে মোড়ানো ০৪(চার) কেজি গাজা উদ্ধার করা হয়। আসামি সুকৌশলে পালিয়ে যায়। আসামি মোঃ দুলাল শেখ পিতা মৃত ইরফান শেখ, ঠিকানাঃ সোহরাব মন্ডল ( তমছের শেখের বাড়ীর ভাড়াটিয়া), ইউপি দৌলতদিয়া, থানাঃ গোয়ালন্দ ঘাট জেলাঃ রাজবাড়ী এর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা (পলাতক) দায়ের করা হয়েছে।

অপর অভিযানে আনুমানিক ১০টা থেকে সারে ১১টা পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানাধীন ফেলু মেম্বার পাড়াস্থ আসামীর নিজ দখলীয় দক্ষিণ দুয়ারী টিনের দোচালা ঘর থেকে একটি প্লাস্টিক জারের এর মধ্যে রক্ষিত ০৪( চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামী সুকৌশলে পালিয়ে যায়। আসামী মোঃ আলাল শেখ, পিতাঃ মোঃ ইরফান শেখ, সাং ফেলু মেম্বারপাড়া, দৌলতদিয়া ইউপি, থানাঃ গোয়ালন্দ ঘাট, জেলাঃ রাজবাড়ী এর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত(পলাতক) মামলা দায়ের করা হয়েছে। আসামিদ্বয় আপন দুই ভাই এবং উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ( ০৪কেজি গাজা +০৪কেজিগাজা= ০৮ কেজি গাজা ) এর মোট মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা।

প্রেস রিলিজঃ DNC

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here