Friday, January 3, 2025

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে দশ জুয়ারু গ্রেফতার

গোয়ালন্দঘাট থানার অফিসার ও ফোর্স আজ ৬ মার্চ (রবিবার) গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা বোডিং এ জুয়া খেলা অবস্থায় দশ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোয়ালন্দ ঘাট থানা এলাকার সাইমুদ্দিনের বোর্ডি থেকে জুয়া খেলারত ১০ জন আসামীকে এবং সিআর মামলা নং-১৬০/২০ এর পরোয়ানা ভুক্ত আসামী আঃ ছাত্তার প্রামানিক, পিতা-মোঃ হাফিজ উদ্দিন প্রামানিক ,সাং বকারটিলা,গোয়ালন্দঘাট থানার মামলা নং ২১(২)২২ এর (ছিনতাই) ঘটনার সাথে জড়িত আসামী আলিফ শিকদার(১৯), পিতা-মৃত পলাশ শিকদার , সাং-নিলু শেখের পাড়া, ও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মতে আসামী আনিছ মন্ডল(৩৫), পিতা-আফছার মন্ডল , সাং- বাহির চর দৌলতদিয়া (শাহাদৎ মেম্বার পাড়া), সর্ব থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here