“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে “আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়েছে।
দিবস টি উপলক্ষ্যে ৮মার্চ (মঙ্গলবার) সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ,এনজিও ফাউন্ডেশন ও সনাক এর সহযোগীতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। স্থানীয় সরকার এর উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, চেয়ারম্যান, জেলা পরিষদ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান,সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী’র উপ-পরিচালক মো: আজমীর হোসেন স্বাগত বক্তব্য রাখেন । আলোচনা সভা শেষে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।