Wednesday, December 25, 2024

পাংশায় নিখোঁজ সেই ছাত্রের মরদেহ উদ্ধার

উজ্জল হোসেন, পাংশা: পাংশায় নিখোঁজের তিন দিন পর আকাশ মোল্লা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশু উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের নাসির মোল্লার ছেলে। নিহত আকাশ মোল্লা সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে পদ্মা নদী সংলগ্ন হাবাসপুর ইউনিয়নের ভুট্টার ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারী বিকেল ৫টার দিকে ব্যাটারী চালিত বাবার অটোভ্যানসহ নিখোঁজ হয় শিশু আকাশ মোল্লা (১১)। এ ঘটনায় শিশুটির পরিবার পাংশা মডেল থানায় একটি অভিযোগ করেন।

এঘটনায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘নিখোঁজের পর থেকে আমরা বিভিন্নভাবে অভিযান চালিয়ে সর্বশেষ সিসি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে তার দেওয়া তথ্যমতেই লাশটি উদ্ধার করতে সক্ষম হই। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনার বাকিটুকু তদন্ত সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পাংশায় নিখোঁজের ৩দিন পর নিখোঁজ সেই ছাত্রের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here