Sunday, November 10, 2024

দৌলতদিয়া ঘাটে বাস যাত্রীর মোবাইল ছিনতাই – আটক ১

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যানজটে আটকে থাকা বাস যাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন ক্ষতিগ্রস্থ ব্যাক্তি। এর আগে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ বাশার প্রামানিক (২৪) নামের এক ছিনতাইকারীকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়া গ্রামের মুন্নাফ প্রামানিকের ছেলে। ছিনতাইয়ের শিকার যশোর জেলার মনিরামপুর উপজেলার বাহিরগড়িয়া গ্রামের রায়হান গাজী জানান, তিনি গ্রীনবাংলা পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গত ১২ আগস্ট ভোরে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটে আটকা পড়েন। এসময় তিনি বাসের জানালার পাশের সীটে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। হঠাৎ করে ছিনতাইকারীরা বাসের জানালা দিয়ে তার ফোনটি নিয়ে যায়। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করে। এদিকে ততক্ষনে তার বাসটি ফেরিতে উঠে যায়। জরুরী কাজ থাকায় তিনিও ঢাকায় চলে যান। পরবর্তীতে তিনি তার খোয়া যাওয়া ফোনে কল করলে রিসিভ করেন গোয়ালন্দ ঘাট থানার এসআই মাছরুল আলম। তিনি জানান, তার মোবাইল উদ্ধার সহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এছাড়া আকাশ নামের এক ছিনতাইকারী পালিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে তিনি শুক্রবার গোয়ালন্দে এসে আটককৃত ছিনতাইকারীসহ পলাতক একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গোয়ায়ন্দ ঘাট থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত ছিনতাইকারীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তবে ছিনতাইয়ের শিকার হওয়া ব্যাক্তি মামলা দায়ের করায় আসামীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here