Sunday, December 22, 2024

ভোক্তা সংরক্ষন অধিদফতরের অভিযানে হোটেল ব্যাবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ১২ এপ্রিল দুপুরে রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী সদরের বেলগাছির দাদপুর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করে । এ সময় সরকারী বিধি বিধান মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ও ৪৩ ধারা লঙ্ঘনের অপরাধে বেলগাছি হোটেল এন্ড রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউস মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযানে অবৈধ হাইড্রোজ আনুমানিক ১৫০ গ্রাম এবং খাদ্য তৈরিতে অবৈধ রাসায়নিক দ্রব্য সমূহ জব্দ করা হয়।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুলা হাসানের নেতৃত্বে অভিযানে রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক সহ শৃঙ্খলায় রাজবাড়ী জেলার আনসার বাহিনীর সদস্যবৃন্দের একটি টিম উপস্থিত ছিলেন । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here