- সাবেক গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সাবেক গণপরিষদ সদস্য,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী কাজী হেদায়েত হোসেনের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে কবর জিয়ারত,আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্ব্যেগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৮ ই আগষ্ট বুধবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সফিকুল ইসলাম সফি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের ছেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আদ্বুর জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি প্রমুখ।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম,শফিকুল আজম মামুন,পৌর আওয়ামী লীগের সভাপতি এড, উজির আলী, থানা আওয়ামী লীগ এর সভাপতি রমজান আলী খান , জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের পর দোয়া মহফিল শেষে কাজী হেদায়েত হোসেনের আত্নার মাগফেরাত কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা কামনা করা হয়।