Sunday, November 24, 2024

পন্যবাহী ট্রাকে চাঁদা আদায় করতে গিয়ে ৩জন আটক

রাজবাড়ীর দৌলতদিয়া সাইনবোর্ড নামক স্থানে হোসেন মন্ডল পাড়া গ্রাম গ্রামী পাকা রাস্তার মাথায় মহাসড়ক থেকে তিন চাঁদাবাজকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার(২৭ আগস্ট) দুপুরে এক এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মনিরুদ্দিনের ছেলে আমানত প্রামানিক(৩২), উত্তর দৌলতদিয়া নুরুমন্ডল পাড়ার মোকছেদ প্রামানিকের ছেলে মো. পিরোজ প্রামানিক(২২), বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার সামাদ মিয়ার ছেলে মো. সেলিম মিয়া(৩৭) ।

মামলার এজাহার সূত্রে জানাযায়,আমার ট্রাকে কাঁচা মরিচ লোড করে ঢাকার উদ্দেশ্যে করিয়া রাত ১টার সময় আমি ট্রাক নিয়ে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া সাইনবোর্ড নামক স্থানে হোসেন মন্ডল পাড়া গ্রামের  পাকা রাস্তার মাথায় মহাসড়কে পৌছাইয়া আমার ট্রাকটি জ্যামে আটকা পড়ে। ঐ সময় ৬/৭ জন হাতে লাঠি শোঠা নিয়ে আমার ট্রাকের নিকট এসে আমার কাছে ৪ হাজার ৫’শ টাকা চাঁদা দাবী করে বলে এই রাস্তা দিয়ে ট্রাকে করে কাঁচা মাল নিতে হলে প্রতি টিপে আমাদেরকে ৪ হাজার ৫’শ টাকা করে চাঁদা দিতে হবে। আমি চাঁদার টাকা দিতে অ¯^ীকার করিলে তারা ৬/৭ জন মিলে আমাকে ও আমার হেলপারকে ট্রাক থেকে নামিয়ে কিল ঘুসি এবং লাটি শোঠা দিয়ে মারপিট করিয়া শরীলের বিভিন্ন স্তানে নীলা ফোলা করে এবং খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থান থেকে দৌড়াইয়া পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তা তিন চাঁদাবাজকে আটক করলেও আর সবাই পালিয়ে যায়।এ সময় শোর চিৎকারের শব্দ শুনে ডিউটিরত গোয়ালন্দ থানা পুলিশ ঘটনা স্থানে আসলে স্থানীয় লোকজনের নিকট থেকে আটকৃত তিন চাঁদাবাজকে তাদের হেফাজতে নেন।
গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আর তায়াবীর জানান, ধৃত আসামীরা পেশাদার চাঁদাবাজ।গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্বে চাঁদাবাজ আইনে মামলায় আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here