রাজবাড়ী জার্নালঃ রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজবাড়ী লোকসেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় সিভিল সার্জন ডা.ইব্রাহীম টিটন, স্থানীয় সরকারের উপ পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূর্বণা রাণী সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহান হোসেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সাথে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
পরে রাজবাড়ী পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার (ক্রাইম) , ইফতেখারুজ্জামান (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমান কুমার সাহাসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী হালিমা আখতার শিরীন এর নেতৃত্বে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারী পুলিশগণ। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে সকাল সারে ৯টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ।