Tuesday, January 21, 2025

রাজবাড়ীতে সাংবাদিক রিয়াজুল করিমের পিতার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল এলাকার বাসিন্দা ও সাংবাদিক রিয়াজুল করিমের পিতা মোঃ আব্দুর রহমান শেখ(৬৮) গত শুক্রবার (৩রা মে) দিনগত রাত পৌনে ৯.টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরের দিন শনিবার (৪ঠা মে) সকাল ৯.টায় আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে লক্ষ্মীকোল ২নং ওয়ার্ড পৌর কবরস্থানে দাফন সম্পন্ন
করা হয়েছে।

জানাযা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ফিদার আলী মোল্লা। জানাযার নামাজে মরহুমের পরিবারের সদস্য, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, মরহুম আব্দুর রহমান শেখ রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী ছিলেন। তিনি গত ৪বছর আগে অবসর গ্রহণ করেন। অবসরের এক বছর পর পিত্তথলির পাথর অপারেশন করা হয়, এরপর আবার স্ট্রোক জনিতকারণে দীর্ঘ প্রায় ৩ বছর ধরে অসুস্থার মধ্যে শেষের বছর গুরুতর অসুস্থ থাকা অবস্থায় গত ৩ই মে রাত পৌনে ৯.টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here