Sunday, April 6, 2025

হোপ রাজবাড়ী- ফেইথ ওপেন স্কাউট গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ হোপ রাজবাড়ী- ফেইথ ওপেন স্কাউট গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।

শনিবার (২৯ মার্চ) রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অর্ধশত অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করে হোপ রাজবাড়ী- ফেইথ ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা ।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো আতব চাউল, চিনি,মুগডাল,কিচমিস, গরম মসলা, শেমাই ,লবন, তেল সয়াবিন, জিরা, দুধ, সাবান, মসুরডাল, আলু, রসূন, পেয়াজ, আদা, শাড়ী, লুঙ্গী, নগদ অর্থ।

এ সময় হোপ রাজবাড়ী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রব্বানী, রিফাত খান, রুপা, তাসিন, নাজিন রিমি,আমির হামজা সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগীতায় ছিলেন ফেইথ ওপেন স্কাউটের সদস্য বৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রব্বানী বলেন, ২০১৩ সাল থেকে অধ্যবধী পর্যম্ত হোপ রাজবাড়ী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় সারা বছরই কোন না কোন অসহায় মানুষের পাশে আমাদের অবস্থান থাকে, রক্ত দান, মেধাবী অসহায়দের বৃত্তি প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করি, নিজেরা টাকা জমা করে এবং কিছু টাকা বিভিন্ন দাতা ব্যাক্তির নিকট থেকে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রম পরিচালনা করে থাকি। পরিশেষে সকলে দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন আগামীতে আরও বেশি মানুষের মাঝে এ কাজটি করতে পারি।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here