রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পুকুর জুড়ে থরে থরে ফুটেছে রঙিন (লাল) শাপলা। এ পুকুরটিতে প্রাকৃতিক ভাবেই লাল শাপলার জন্ম। লাল শাপলার কারণে দৃষ্টিনন্দন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ পুকুরটি উপজেলা শহরের মধ্যে অবস্থিত হওয়ার কারণে ও চারিদিকে সীমানা প্রাচীর রয়েছে। স্থানীয়রা বাসিন্ধারা পুকুরে গোসল করে থাকেন। সারা বছরই পানি থাকার কারণে পুকুরে গোসল করে থাকেন। শাপলা ফুটার কারণে পুকুরটিতে সৌন্দর্য ছড়াচ্ছে। অনেকেই পুকুর পাড়ে গিয়ে লাল শাপলার সৌন্দর্য উপলব্ধি করে থাকেন।
তবে এখানকার পরিবেশকে দৃষ্টিনন্দন করে তুলেছে। অনেকেই ঘুরতে এসে ছবি তুলছেন। কেউ যাতে শাপলা তুলতে না পারে সেদিকে সব সময়ই নজর রাখেন পাউবো অফিসের সামনে চায়ের দোকানী জামাল হোসেন ও অফিসের লোকজন।
শাপলা ফুল দেখতে আসা সোহেল খান, কামাল হোসেনসহ অনেকেই বলেন, পুকুরের লাল শাপলা শোভা পাচ্ছে। একটি দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে অনেকেই শাপলা দেখতে প্রতিদিনই আসেন।