চাকুরী জাতীয় করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রাম পুলিশের সদস্যরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করে গ্রাম পুলিশদের সংগঠন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিয়ে সংগঠনের প্রায় ৩ শতাধিক সদস্য অংশ নেয়। কর্মসূচীতে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান খান, সাংগঠনিক সম্পাদত আতিয়ার রহমান ও মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া খাতুন বক্তব্য রাখেন। তারা বলেন, ৭ হাজার টাকার বেতনের অর্ধেক সরকার দিলেও বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। অধিকাংশ সময় ইউনিয়ন পরিষদের টাকা বকেয়া থাকে। বর্তমানে দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে নামমাত্র বেতন পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। তাই চাকুরী জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। তারা বলেন উচ্চ আদালত তাদের চাকরী জাতীয়করণ করার নির্দেশ দিলেও তা হচ্ছে না।