Saturday, November 23, 2024

মাস্ক না পরায় বাগেরহাটে সাত ব্যবসায়ীকে জরিমানা 

করোনা ভাইরাস মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে বাগেরহাটের ফকিরহাটে সাত ব্যবসায়ীকে এক হাজার তিনশত টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা মোড় ও ফকিরহাট বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম। অভিযানকালে পথচারী ও চালকদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এসময় নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম সকলকে স্বাস্থ্য বিধি মেনে বাজার পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক না থাকলে ক্রয়-বিক্রয় করা যাবেনা। করোনা প্রতিরোধে সরকারের বিধিনিষেধ মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here