মুজিববর্ষের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উপলক্ষ্যে ১০ মার্চ (বৃহস্পতিবার) রাজবাড়ী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আগের যায়গায় ফিরে আসে।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট আবু কায়সার খান। সভায় সভাপতিত্ব করেন মো: মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজবাড়ী; ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী; মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী ও মোহাম্মদ আব্দুর রহমান, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী।