মোঃ আমিরুল হক ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের আয়োজনে (১২ মার্চ) শনিবার সকালে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ কর্তৃক যুদ্ধকালীণ বীরত্বগাঁথা বিষয়ক স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সরকারি কলেজ প্রঙ্গণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও প্রভাষক রাকিবুল ইসলামের পরিচালনায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে স্থাণীয় বীর মুক্তিযোদ্ধাগণ কর্তৃক যুদ্ধকালীন বীরত্বগাঁথা স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, ভূ-গোল বিভাগের প্রধান প্রভাষক আলিম-আল-রাজি, প্রভাষক মকবুল হোসেন, ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, রাষ্ট্রোবিজ্ঞান বিভাগের প্রভাষক আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল রাজ্জাক খান প্রমুখ।
এসময় সকল প্রভাষকগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর বিশাদ আলোচনা করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা এই স্বাধীন, সার্বোভৌম রাষ্ট্রো পেতাম না। ১৯৭১ এর ৭মার্চের ভাষণে উত্তাল হয়ে উঠেছিল তৎকালীন মুক্তিকামী মানুষ। ৩০ লাখ তাজা প্রাণ আর ২ লাখ মা – বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা উজ্জ্বল করে রাখবো। আজ অতি আনন্দের দিন যে আমরা আমাদের স্বাধীনতার ৫০তম বর্ষ অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। আমাদের আগামী প্রজন্ম স্বাধীনতার শতবর্ষ পালন করবে। আর যুগ যুগ ধরে আমাদের স্বাধীনতা সকলকে উৎসাহিত করবে। মুক্তিযুদ্ধের ও স্বাধীনাতার উপর বাস্তব ভিত্তিক দিক নির্দেশনা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার বাচ্ছু। তিনি আলোচনা করতে গিয়ে তার ছাত্রজীবন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সেখানে পাকিস্তানী হানাদার বাহিনী ও দেশের মধ্যে থাকা রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করে স্বাধীনতা ফিরিয়ে আনার উপর শিক্ষামূলক বক্তব্য রাখেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রভাষক শ্রী সঞ্জয় কুমার কুন্ডু, প্রভাষক মিসেস সাদিয়া বেগম, প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম, প্রভাষক অচিন্ত কুমার পালিত, প্রভাষক তপন কুমার, প্রভাষক মোঃ মাসুদ মিয়াসহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা,কর্মচারীগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।