বালিয়াকান্দিতে আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোন্দকার বাশারুল আলম বাপ্পুর রাজনৈতিক কার্যালয়ে নবাবপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আয়োজনে সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোন্দকার বাশারুল আলম বাপ্পু প্রমুখ। পরে কেক কেটে সেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. পরিতোষ কুমার দাস, ঢাকা মহানগর রমনা থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আলীম, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম.এ কুদ্দুস, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ সেলিম রেজা, ইসলামপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি নুর নবী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, নবাবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, নারুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস কে আবু সাঈদ সাবুসহ বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।