বালিয়াকান্দি সংবাদদাতা; “অসহায় মানুষের সেবাই আমাদের ব্রত” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে।
(১৩ জুন) সোমবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে উপকারভোগীর মাঝে দুইটি করে ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণের সময় উপস্থিত ছিলেন জঙ্গল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রমা সরকার, সংস্থার সাধারণ সম্পাদিকা নাসিমা বেগম, পরিচালক মোকাররম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার গরীব, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধিদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে বিনামূল্যে ছাগল বিতরণ করে আসছি। এ ছাগল পালন করে অনেকেই সফলতা ও সচ্ছলতা এনেছে।