Friday, November 22, 2024

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে পাংশায় দিনব্যাপী কর্মশালা

উজ্জল হোসেন, পাংশা ( রাজবাড়ী) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রাজবাড়ীর পাংশায় বুধবার (১৫ জুন) সকাল ১০ টায় পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. আবু কায়সার খান।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের বিষয়ক কর্মশালার সেই ১০টি পয়েন্টকে ১০টি গ্রুপের মাধ্যমে ভাগ করে ওয়ার্কশপ করা হয়।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও ১০টি উদ্যোগ- নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম, সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল আলমসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-জনপ্রতিনিধি, সাংবাদিক, দপ্তর প্রধান প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here