মোজাম্মেলহক, গোয়ালন্দঃ আবারও পদ্মায় জেলের জালে ধরা পড়লো ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল বাঘাইড় মাছ।
বৃহপ্রতিবার( ৭ জুলাই) ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ভোর রাতে সিরাজগঞ্জের জেলে রওসন হলদারের জালে বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজারে মহন মন্ডলের মৎস্য আড়ৎতে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধামে স্থানীয় মৎস্য ব্যাবসায়ী শাজাহান ১২ শত ৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। সে সময় বিশাল আকৃতির বাঘাইড় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতারা ভির জমায়।
মৎস্য ব্যাবসায়ী শাজাহান মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।
উপজেলা সহকারি মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন,পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এধরনের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। বিশাল আকৃতির বাঘাইড় মাছটি সিরাজগঞ্জের জেলে রওসনের জালে ধরা পড়েছে। পদ্মার এধরনের বড় মাছ খেতে খুবী সুস্বাদু ।