Sunday, December 22, 2024

গোয়ালন্দ বাজার পরিষদের নবনির্বাচিত সভাপতি ছিদ্দিক ও সম্পাদক খোকন শেখ

মোজাম্মেলহক, গোয়ালন্দঃ রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের উৎসর মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ছিদ্দিক মিয়া ও সম্পাদক খোকন শেখ নির্বাচিত হয়েছে।

সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন হালিম তালুকদার। কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী মো. ছিদ্দিক মিয়া ১১১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মোসারফ আহম্মেদ ৭৬৩ ভোট পান। ৯৩৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.খোকন শেখ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম মাহবুব রব্বানী পেয়েছেন ৮৭৬ ভোট। এছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জিয়াউল হাসান জিয়া বাবু,মো. জিয়াউল হক বাবলু,মো. মোবারক বেপারী, যুগ্নসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন,মো. শহিদুল ইসলাম শহিদ ও ভরত চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ পদে আব্দুল হালিম খান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক মো. শাহিন শেখ, ধর্মীয় সম্পাদক মো. আব্দুল আলীম, কার্যকারী সদস্য পদে মো. জাহিদ সরদার,শেখ মোহাম্মদ হানিফ, মেহেদী হাসান, মো. কাশেম সরদার নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here