Friday, January 3, 2025

পাংশায় নিখোঁজের ৩দিন পরে শিশুর মরদেহ উদ্ধার

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় গড়াই নদী থেকে ফাতেমা খাতুন (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গড়াই নদীর নাদুুরিয়া ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফাতেমা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমহনী ইউনিয়নের বারখাদা গ্রামের রমজান আলীর কণ্যা।শিশুর মামা রাকিবুল ইসলাম জানান, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে কুষ্টিয়া শহরের ঘোড়াঘাট এলাকার গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয় ফাতেমা।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব বলেন, ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে জানতে পারি উপজেলার নাদুরিয়া ঘাট এলাকায় গড়াই নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশু টির মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here