মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দ: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মুসলিম উম্মাহ মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জম্মও মৃত্যুদিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করেন।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান -ই- কাদেরীয়া পরিচালিত খানকা শরীফের আয়োজনে পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী মিছিল পাক অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৯ অক্টোবর সকাল ১০ টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান-ই- কাদেরীয়া খানকা শরীফ থেকে কয়েক হাজার মুরিধানও ভক্তদের নিয়ে বিশাল মিছিল পাক বেড় হয়ে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে প্রদক্ষিণ করে দৌলতদিয়া খানকা শরীফে এসে শেষ।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডল, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি শেখ তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া আঞ্জুমান- ই- কাদেরীয়া খানকা শরীফের সভাপতি মো. মুক্তার হোসেন বেপারী, সম্পাদক মো. হেলাল উদ্দিন, কোষাধক্ষ্য মো. ফজলুল হক,সহকারি কোষাধক্ষ্য মো. আজিজুল প্রামানিক, হিসাব রক্ষক মো. মোকসেদ হোসেন,মো.ওয়াজউদ্দিন চৌধুরী, প্রমুখ।