Sunday, December 22, 2024

সরকারী মূল‍্যে সার বিক্রির নির্দেশ কৃষি বিভাগের

মোঃ ইমদাদুল হক রানা (বালিয়াকান্দি) : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের অনিল সরকার ট্রেডার্সে সরকারি মূল‍্যে সার বিক্রির নির্দেশ দিলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিন জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বাসষ্ট‍্যান্ডে মেসার্স অনিল সরকার ট্রেডার্সে আকর্ষিক পরিদর্শনে এসে কথা বলেন, ইসলামপুর ইউনিয়নের হুলাইল, সারুটিয়া, শেকাড়া, বাড়াদী, খালকুলা শহীদনগরের বেশ কিছু প্রান্তিক কৃষকের সাথে। কেউ কেউ সারের দাম বেশি নেওয়ার অভিযোগ করলেও তাৎক্ষণিক তার সত‍্যতা পাওয়া যায়নি। সবার সাথে কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, সরকার অনুমোদিত সার ডিলারদের বাড়তি দাম নেওয়ার কোন সুযোগ নেই। আপনারা আপনাদের চাহিদা মতো সার আমাদের ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সার গ্রহণ করবেন। কেউ বাড়তি সার নিয়ে বাজারে সংকট দেখাবেন না। আমাদের উপজেলাতে সারের কোন ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমান সার রয়েছে। ডিলারদের নিকট থেকে সার ক্রয়ের সময় অবশ‍্যই ক্রয় শ্লিপ গ্রহণ করবেন। সেখানে সরকার নির্ধারিত মূল‍্যের চেয়ে বেশি নিলে সাথে সাথে আমাদেরকে অবহিত করবেন। আমরা ডিলারের বিরুদ্ধে ব‍্যাবস্থা গ্রহণ করবো।

বহরপুর বাজার বাসষ্ট‍্যান্ডের মেসার্স অনিল সরকার ট্রেডার্সের তত্বাবধায়ক জানান, আমরা প্রতি মাসে তিনটি সময়ে চাহিদা মোতাবেক সার উত্তোলন করি। এখানে কৃষকগণ একবারে সার নিয়ে মজুদ করাসহ বাইরে বিক্রি করার অভিযোগ আছে। আমরা সরকারি মূল‍্যের বাইরে বেশি দাম নেই না। অনেকেই আমাদের ব‍্যবসায়ী সুনাম ক্ষুণ্ন করতে পাঁয়তারা করছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here