Friday, October 11, 2024

ইয়াবা সহ ডিবি’র হাতে আটক -১

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে অনিক খান (২০)কে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অনিক খান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সজ্জনকান্দা’র লিটন খান ওরফে কানা বাবু’র ছেলে ।

রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪মে ১৬:১৫ ঘটিকার সময় জনাব মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই মোঃ শফিকুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার সদর থানাধীন সজ্জনকান্দা সাকিনস্থ জনৈক মোঃ লিটন খান (৫৫), পিতা-মৃত মিনহাজ খান এর আধা পাকা দক্ষিন দুয়ারী চৌচালা টিনের ঘরের পশ্চিশ পাশের রুমের মধ্যে হতে আসামী ১। অনিক খান (২০) পিতা-লিটন খান ওরফে কানা বাবু, সাং-সজ্জনকান্দা(৫নং ওয়ার্ড), থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, সহ হাতে-নাতে গ্রেফতার করেন। ধৃত আসামী অনিক খান এর বিরুদ্ধে পূর্বে ১। (1V2PF) রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৩/৫৭, তারিখ-০৯ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৫৭, তারিখ-০৯ ফেব্রুয়ারি, ২০২২; ধারা-১৪৩ /৪৪৭ /৩৮৫ /৩২৩ /৩০৭ /৩২৬ /৩২৫/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ এবং পলাতক আসামী ফজলে রাব্বি@ শাকিল এর বিরুদ্ধে ১। (19A1V) রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৩৮/২০৭, তারিখ-১৮ এপ্রিল, ২০১৯; জি আর নং-২০৭, তারিখ-১৭ এপ্রিল, ২০১৯; ধারা-১০/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ২। (1EBCW) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৯/১২৮, তারিখ-১৯ এপ্রিল, ২০২১; জি আর নং-১২৮, তারিখ-১৯ এপ্রিল, ২০২১; ধারা-৩৬(১) সারণির ৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। (146RD) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২১/৩৭৮, তারিখ-১৪ জুলাই, ২০১৯; জি আর নং-৩৭৮, তারিখ-১৪ জুলাই, ২০১৯; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৪। (2XYWK) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৬/২১৩, তারিখ-০৯ মে, ২০১৮; জি আর নং-২১৩, তারিখ-০৯ মে, ২০১৮; ধারা-১৪৩/৩৮৫/৩২৩/৩২৪/৩০৭ পেনাল কোড-১৮৬০; ৫। (92BXN) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৪, তারিখ-২৭ ডিসেম্বর, ২০২২; জি আর নং-৫৭৬, তারিখ-২৭ ডিসেম্বর, ২০২২; ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; ৬। (1PVVL) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৭/৪৫৩, তারিখ-১২ ডিসেম্বর, ২০২১; জি আর নং-৪৫৩, তারিখ-১২ ডিসেম্বর, ২০২১; ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬(২) পেনাল কোড-১৮৬০; মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here