Saturday, July 13, 2024

কবিতা : তোমার নামে -তাহমিনা মুন্নী

তোমার নামে
তাহমিনা মুন্নী-
আকাশ টা না হয় তোমার ই থাকুক
বাগিচার ওই ফুল কলিরা তোমার নামেই ফুটুক
ঝর্নাধারা প্রবল হয়ে তোমার পথেই চলুক
বৃষ্টিনুপুর ঝিরিঝিরি অনুরাগে ঝরুক
পাহাড়ের ওই চূড়া না হয় তোমার কথাই বলুক।।
ওই নদীর স্রোতোবহা উজান ভাটির টান
তোমার ভিটায় বসত করুক হাজার পাখির গান।
তারকারাজি তোমারই হোক জ্বলুক মিটি মিটি
হাজার কথার গল্প কবি পাঠাক তোমায় চিঠি
হৃদয় জমিন তোমারই থাক আমার নামেই রেখো
সব কবিতায় প্রিয় তুমি নাম টি আমার লিখো।
হোক না সবই তোমার নামে দু:খ নেই তাতে
তুমি শুধু থেকো ওগো সকাল দুপুর রাতে
যখন যেথায় যতদূরে যাও থেকো আমার ছায়ায়
শক্ত করে বেঁধে রেখো ভালবাসার মায়ায়!!
আলোটুকু সব তোমার নামেই আমায় দিও জ্যোতি
তোমার পথেই চলুক আমার ভালবাসার গতি
এক জীবনে আর কিছু না দিও প্রেম প্রীতি
হইওনা শুধু কোনদিনও আমার প্রেমের স্মৃতি।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here