Tuesday, February 7, 2023

ঘাতক বাস কেড়ে নিলো ভ্যান চালকের প্রাণ 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মুনস্টার কলেজিয়েট স্কুলের ভ্যানচালক মো. মিজান প্রামানিক (২৫) নিহত হয়েছেন। ঘটনার পর মকবুলের দোকান এলাকার স্থানীয় জনগণ স্পিডব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে।

ভ্যানচালক গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের মো. নুরু প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, দুপুরে মুনস্টার কলেজিয়েট স্কুলের ভ্যানচালক মকবুলের দোকান এলাকায় শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে গোয়ালন্দে ফিরছিলেন। এ সময় দ্রুত গতির হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গোয়ালন্দ মোড়ে হানিফ পরিবহনটি আটক করেন স্থানীয় জনগন।খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here