Sunday, September 8, 2024

জাতীয় গণমাধ্যম সাপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্বারকলিপি প্রদান করেছে বিএমএসএফ রাজবাড়ী শাখা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম সাপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে ।

৭ই মে (রবিবার) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর নিকট স্বারক লিপি প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজবাড়ী শাখা (বিএমএসএফ) রেজিঃ০৬/২২ ।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সভাপতি মো. কবির হোসেন,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এস এম রিয়াজুল করীম, আমিরুল ইসলাম জেলা প্রশাসকের হাতে স্বারক লিপি তুলে দেন ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর রাজবাড়ী শাখার সভাপতি মো. কবির হোসেন বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের দাবী আদায়ের সংগঠন। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ । সারাদেশে সরকারীভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়ণ সহ বিএমএসএফ ১৪ টি দাবী নিয়ে কাজ করে যাচ্ছে । তার মধ্যে ১মে -৭মে পর্যন্ত জাতীয় গণমাধ্যম সাপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে আজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী এ দাবী আনুষ্ঠনিকভাবে ঘোষনা দিয়ে আমাদের সাংবাদিকদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here