Friday, October 11, 2024

ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১০ই আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে, এআসই মোঃ মোতালেব হোসেন, সঙ্গীয় অফিসারসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী বালিয়াকান্দি থানাধীন বহরপুর দক্ষিন পাড়া সাকিনস্থ জনৈক মোঃ আশাদুল শেখ (২৬), পিতা-মৃত আঃ কুদ্দুছ শেখ এর মুদি দোকানের বরান্দা হতে আসামী ১। আশাদুল শেখ(২৪), পিতা-মৃত কুদ্দুছ শেখ, ২। আতাউর বিশ্বাস (৩৭), পিতা-মৃত ওয়াজেদ বিশ্বাস, ৩। আরিফ মন্ডল (২৮), পিতা-মৃত ছালাম মন্ডল, ৪। ইমরান শেখ (২৮), পিতা-কালাম শেখ, ৫। ইয়াছিন শেখ (২৭), পিতা-মোঃ খলিল শেখ, ৬। লুৎফর শেখ (৪০), পিতা-মোঃ ইয়াকুব শেখ, ৭। মোশারফ দফাদার(২২), পিতা-আঃ গফুর দফাদার, ৮। মোঃ লতিফ শেখ (৪৫), পিতা-আমির আলী শেখ, সর্ব সাং-বহরপুর দক্ষিন পাড়া, ২নং ওয়ার্ড, ইউপি-বহরপুর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ১,৭১০/-(এক হাজার সাতশত দশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২(দুই) পেটি (বান্ডিল) তাস, জুয়ার খেলার আসরে বসার জন্য প্লাষ্টিকের চট ০১টিসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে রাজবাড়ী বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here