Friday, April 26, 2024

দৌলতদিয়ায় যৌনকর্মী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্ব পাড়ার অসহায় যৌনকর্মী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

বেসরকারী প্রতিষ্ঠান শাপলা মহিলা সংস্থা (এসএমএস) এর অায়োজনে দুপুরে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ৮শ যৌনকর্মী ও ১শ শিশুর মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তার মধ্যে যৌনকর্মীদের প্রত্যেককে ২৫কেজি চাল, ৬কেজি আলু, ৫কেজি ডাল, ১কেজি লবন, ১লিটার সয়াবিন তেল, ৫পিস সাবান ও ১টি মাস্ক প্রদান করা হয়। এছাড়া শিশুদের প্রত্যেককে ৪প্যাকেট বিস্কিট, ১কেজি চিনি,
২৫০ গ্রাম প্যাকেট গুড়ো দুধ ও ৫০০ গ্রাম ওজনের ২প্যাকেট সুজি তাদের মায়েদের হাতে প্রদান করা হয়।
এসময় শাপলা মহিলা সংস্থা (এসএমএস) এর নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে জিয়াউর রহমানের সঞ্চালনায় খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল , গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোশারফ হোসেন, মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মুঞ্জু, শাপলা মহিলা সংস্থা (এসএমএস) এর ব্যবস্থাপক খোরশেদ আলম, পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান জুয়েল এবং গনস্বাস্থ্য কেন্দ্র দৌলতদিয়া শাখার ইনচার্জ জুলফিকার আলী প্রমূখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here