Saturday, December 14, 2024

পাংশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি অফিসার রতন কুমার ঘোষ এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩:৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার ১শত কৃষকের মাঝে বীজ উফশী ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মাসুদুর রহমান রুবেল, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন- সরকারিভাবে বিনামূল্যের এই বীজ ও সার কোন দোকানে বিক্রয়ের জন্য পাওয়া গেলে ঐ প্রতিষ্ঠান ও ব্যাক্তির বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন – যদি কোন ডিলার ও সরকারের দেওয়া বিনামূল্যের বীজ ও সার বিক্রয় করেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here