Sunday, September 8, 2024

পাংশায় স্বেচ্ছাসেবী সংগঠন ট্রিড ঈদ আনন্দ প্যাকেট বিতরণ

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ট্রিড এর আয়োজনে “ট্রিড ঈদ আনন্দ প্যাকেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১.৩০ মিনিটের দিকে উপজেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১ শত জন গরীব দুঃখী অসহায় পরিবারের মাঝে এই প্যাকেট বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ট্রিড এর সভাপতি মনজুর এরশাদ খানের সভাপতিত্বে ও ট্রিড এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা: নিষাদ আলমগীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ (অব:) এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, দৈনিক অধিকার পত্রিকার সম্পাদক তাজবীর সজীব, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই দিনে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পন্ডিত আবুল হোসেন কলেজ চত্বরে আরো ১ শত জন গরীব দুঃখী অসহায় পরিবারের মাঝে ট্রিড ঈদ আনন্দ প্যাকেট বিতরণ করা হয়েছে। এসময় ট্রিড এর স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here