Friday, September 13, 2024

পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন আ.লীগের কর্মী সমাবেশ

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪.৩০মিনিটের দিকে কসবামাজাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

কসবামাজাইল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিলটুর সঞ্চালনায় ও ইউপি আ.লীগের সভাপতি সামসুদ্দিন মন্ডল এর সভাপতিত্বে সমাবেশে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুরো, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফল মাহমুদ, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিলটু প্রমুখ। কর্মী সমাবেশ আরো উপস্থিত ছিলেন – পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নের ব্যাপরে নেতৃবৃন্দ বলেন, আমরা শতভাগ আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি আবারও দলীয় মনোনয়ন পাবেন। বিপুল ভোটে নৌকা প্রতীক জয়যুক্ত হবেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here