Thursday, May 9, 2024

কবিতা: আমি চলে যাবার পর-

আমি চলে যাবার পর- তাহমিনা মুন্নী
তোমার শহরে তুমুল বৃষ্টি হবে
অতঃপর অসংখ্য নক্ষত্রের শোকসভা
তখন- গিরিবাজ পায়রার মতো
তোমার দুঃখ গুলো উড়ে যাবে দূরে
আমি চলে যাবার পর-
উড়ে যাবে ক্লাউড ফরেস্টের মেঘ
কাল বোশেখি ঝড়; মৃত্যুর মিছিল
বাই ফোকাল চশমায় দেখা রূপকথা
গতরাতের দুঃস্বপ্নের মতো ভুলে যাবে সব
অধরা স্বপ্নের নস্টালজিক ফেরিওয়ালার মতো
একদিন এসেছিলাম তোমার শহরে একা
বাইপাস স্টেশন থেকে নিরবে চলে যাচ্ছি আবার
আমি চলে যাবার পর-
তুমি ফিরে পাবে সোনাঝুরি ভোর
মুক্তা-দানা ঘাসে হেঁটে যাবে আবার
রামধনু উঁকি দেবে তোমার জানালায়
আমি চলে যাবার পর-
তোমার চোখের পাতায় আর
জমবে না শিশিরের জল…

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here