Monday, January 27, 2025

গোয়ালন্দে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাঁচ সন্তানের জননীর মৃত্যু

মোজাম্মেলহক, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া পাঁচ সন্তানের জননী কুলসুম বেগম (৬০) নামে এক নারীর  বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।

রবিবার ১৯ জুন বেলা ৩ টার দিকে তার নিজ ঘরে এঘটনাটি ঘটে। নিহত কুলসুম বেগম দৌলতদিয়া ৯ নং ওয়ার্ড চর দৌলতদিয়া খালেক মৃধার গ্রামের মো. খলিল মন্ডলের স্ত্রী। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তার নিজ ঘর ঝাড়ু দিতে গিয়ে ঘরের থাকা সাববাক্সের উপরে মাল্টিপ্লাগের সাথে ঝাড়ুর বাড়ি লাগলে দুর্বল মাল্টিপ্লাগের তার খুলে সাববাক্সের সাথে লেগে সাববাক্সেটি শর্ট হয়ে যায়।তখন সে খেয়াল না করে সাববাক্সের উপর হাত দিয়ে পরিস্কার করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থানেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া ৯ নংওয়ার্ড সদস্য মো. জামাল মোল্লা বলেন, ঘর ঝাড়ৃ দিতে গিয়ে ঘরে থাকা সাববাক্সের উপর মাল্টিপ্লাগের তারের সাথে বিদ্যু স্পৃষ্ট হয়ে মারা যান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here