Monday, April 29, 2024

গোয়ালন্দে মাদকদ্রব্যের রোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোজাম্মেলহক , গোয়ালন্দ( রাজবাড়ী)ঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ জুন গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় কর্মশালায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খানএর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো.তোফায়েল আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, মহিলাভাইস-চেয়ারম্যান নার্গিস পারভীন, চার টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসন সহ সকল পেশার মানুষের সহযোগিতায় মাদক নিমূল করতে হবে। তিনি বলেন, মাদক শুধু ব্যাক্তি নয়, একটি পরিবারকে নি:স্ব করে দেয়। সুস্থ জীবনের জন্য মাদকমুক্ত সমাজ গড়তে হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here