Wednesday, January 1, 2025

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনের দাবীতে স্বারকলিপি প্রদান

রাজবাড়ী গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচনের দাবীতে জেলা প্রশাসক ও পৌরসভার মেয়রের নিকট স্বারকলিপি প্রদান করেছে স্থানীয় ব্যবসায়ী বৃন্দ।বৃহ:প্রতিবার (৭ অক্টোবর) আটশতাধিক ব্যবসায়ীদের স্বাক্ষরিত স্বারক লিপি প্রদান করা হয়।

জানাগেছে, সর্বশেষ ২০০৩ সালে গোয়ালন্দ বাজার ব্যবসায়ীর পরিষদের ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মন্জুর আহাম্মদ সভাপতি ও মরহুম আকবার আলী মিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এর পর দীর্ঘ ১৫ বছর ধরে গোয়ালন্দ ব্যবসায়ী পরিষদের কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
মরহুম মন্জুর আহাম্মেদের জ্যেষ্ঠ পুত্র মো. মোশারফ হোসেন বলেন, পনেরো বছর ধরে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন বন্ধ রয়েছে। সাধারন ব্যবসায়ীদের স্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক ও পৌরসভার মেয়রের নিকট আমরা স্বারকলিপি দিয়েছি।আশা করছি দ্রুত প্রশাসন নির্বাচনের ব্যবস্থা করবেন।
স্বারকলিপি প্রদান করার সময় উপস্হিত ছিলেন মো. মোশারফ আহাম্মেদ ,মো. খোকন শেখ,মো. নুরুল ইসলাম শিকদার প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here