Sunday, May 19, 2024

ঘুরিয়ে দেওয়া হলো গোল্ডেন লাইন পরিবহনের বাস

রাজবাড়ী জার্নাল ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে আসা রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস রাজবাড়ী বড়পুলস্থ্য বাস মালিক সমতির সামনে থেকে ঘুরিয়ে দিয়েছে রাজবাড়ী বাস মালিক সমিতি । এ সময় বাসে থাকা যাত্রীদের অন্য বাসে উঠিয়ে দেওয়া হয়েছে।

২৯শে সেপ্টেম্বর (শুক্রবার) রাত দশটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় রাজবাড়ী বাস মালিক সমতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে গোল্ডেন লাইন পরিবহনের কুষ্টিয়েগামী বাস সিগন্যাল দিয়ে যাত্রীদের নামিয়ে অন্য বাসে উঠিয়ে দেওয়া হয়।

বাস চালক ফারুক, জানান ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এখন রাত দশটা বাজে আমার বাসটি ঘুরিয়ে দিয়েছে এখানকার মালিক সমিতি। বাসে থাকা যাত্রীদের অন্য বাসে উঠিয়ে দিয়েছে। আমাকে এ রুটে আসতে নিষেধ করেছে । তবে কি কারনে আমার জানা নাই আমি আমার বাস মালিক কে জানাবো ,দেখি পরে কি হয়। ‘

এ বিষয়ে রাজবাড়ী বাস মালিক সমিতি আব্দুর রাজ্জাক লিটন জানান, ঢাকা-কুষ্টিয়া লাইনে গোল্ডেন লাইনের দুইটি ট্রিপ থাকলেও একাধিক ট্রিপ চালাচ্ছে, এ জন্যই মূলত তাদের বাসটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। গত ৮ই সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ঢাকায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসেসিয়েশন এর মিটিং এ সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ী-কুষ্টিয়ে রুটে দুইটি ট্রিপ চালাবে ,কিন্তু তারা সে কথা না শুনে একাধিক ট্রিপ চালাচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের পর থেকেই গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দের জেরে রাজবাড়ীর রাবেয়া পরিবহন, সুবর্ণ পরিবহন, সৌহার্দ্য পরিবহনসহ ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছিলো রাজবাড়ী জেলা বাস মালিক সমিতি। ‘

এরপর গত ৪ঠা সেপ্টেম্বর (সোমবার) শ্যামলী পরিবহনের সাথে দ্বন্দের জেরে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ ছিলো। পরদিন মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। ‘

বাস-মালিক গ্রুপের দ্বন্দে ভোগান্তিতে পরেন দুরপাল্লার যাত্রী সাধারণ,তাই এর স্থায়ী সমাধান চান সমাজের সচেতন মহল ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here