Monday, December 23, 2024

দৌলতদিয়া লঞ্চ ঘাটের সংযোগ ব্রীজ পানির নীচে

মোজাম্মেল হক, গোয়ালন্দ: হঠাৎ পদ্মায় পানি বৃদ্বি পাওয়ায় দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের লঞ্চ ঘাটের সংযোগ ব্রীজটি পানির নিচে ডুবে গেছে।অপর একটি সংযোগ ব্রীজ দিয়ে যাত্রী উঠা নামার করায় কিছুটা ভৌগান্তি পোহাতে হচ্ছে। জানা গেছে, লঞ্চ ঘাটের দুটি সংযোগ ব্রীজের একটি সংযোগ ব্রীজ দিয়ে যাত্রী লঞ্চে উঠানামা করছে। আর একটি সংযোগ ব্রীজ পানিতে ডুবে আছে। পানির নিচে ডুবে থাকা সংযোগ ব্রীজটির সংস্কারে কাজ যদি আরো এক মাস আগে করা হতো তাহলে পানির নিচে ডুবতো না। ঘাট কতৃপক্ষের অবহেলার কারনে এই সংযোগ ব্রীজটি পানির নিচে পড়ে আছে। এই সংযোগ ব্রীজটি ঠিক না করা হলে পদ্মায় পানি বাড়লে আরো যাত্রীদের ভৌগান্তি বাড়বে। ওয়াডার মিন্ত্রির মো. সুমন বলেন, আমরা আজ পাঁচ দিন ধরে সংযোগ ব্রীজের কাজ করছি । হঠাৎ করে নদীতে পানি বৃদ্বি পাওয়ার কাজ বন্ধ হয়ে গেছে। পানির কারনে কাজ করতে পারছি না তার পরেও চরম স্রোত রয়েছে। পানির নিচে বালু ভর্তি জিও ব্যাগ থাকায় আরো কঠিন হয়ে পড়েছে এই কাজ। এখন কাজ বন্ধ রয়েছে পানির জন্য। সংযোগ ব্রীজের কাজ ফিটিং হচ্ছে না আরো এক মাস আগে কাজ করার দরকার ছিলো। এখন কাজ করা সম্ভব না। নদীর পানি কমলে কাজ করতে হবে। লঞ্চ ঘাটের ম্যানেজার নুরু আনোয়ার মিলন বলেন, লঞ্চ ঘাটের দুইটি সংযোগ ব্রীজের মধ্যে একটি সংযোগ ব্রীজ পানির নিচে রয়েছে।

অপর একটি ব্রীজ দিয়ে যাত্রী ওঠা নামা করছে। এতে কঠিন ভৌগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের । দুটি ব্রীজের কাজ একটি ব্রীজ দিয়ে করতে হচ্ছে কিছুই করার নেই। বিআইডাব্লিউটিএ ঘাট সংরক্ষন শ্রমিক বলেন, মো.হাবিব বলেন , সংযোগ ব্রীজের কাজটি সাময়িক বন্ধ ছিলো। পূনরায় আমরা কাজটি করাছি। কারন সামনে ঈদ রয়েছে যাত্রীদের পারা পারে যাতে কোন রকম ভৌগান্তি না হয় সে দিকে খেয়াল রেখে দ্রুত সংযোগ ব্রীজের কাজ করানো হচ্ছে। আশা করি দুই তিনের মধ্যে ব্রীজের কাজ সম্পন্ন হয়ে যাবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here