Monday, May 6, 2024

পাংশায় ১১জন কৃষককে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ

উজ্জল হোসেন, পাংশা( রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় ১৪ জন কৃষককে ৫০% সরকারী ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্র (সিডার মেশিনযুক্ত পাওয়ার টিলার) বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (৮জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে যন্ত্রগুলো বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও মোছা. রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী ৫০% ভর্তুকি মূল্যে এবার উপজেলার ১৪ জন কৃষক কৃষি যন্ত্র প্রাপ্ত হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার আরোও কৃষক এই প্রকল্পের আওতায় কৃষি যন্ত্র প্রাপ্ত হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here